851 Views Research reports
আলোচ্য প্রবন্ধের কালানুক্রমিক উৎস একটি ঔপনিবেশিকতার সীমাবদ্ধতায় থাকা ভূখণ্ড এবং সেই সমাজের মেয়েদের সভা, সমিতি ও আলোচনা সভা গঠন। স্বাধীনতার পূর্বকাল অর্থে, ১৯৪৭ সালের আগে পর্যন্ত সময়কাল। কালের নিরিখে প্রাক – স্বাধীনতা সময়কালের বিস্তার দীর্ঘ হলেও, এর আলোচনার সময়কাল কেবলমাত্র নারী সংগঠনের সূচনা বা উৎসের সময় থেকেই আলোচ্যের। সেই সময়কাল দুভাগে ভাগ করা যায়। এক, এদেশের মেয়েদের সভা – সমিতি গঠনের পূর্বকাল। দুই, এদেশের মেয়েদের সভা – সমিতি গঠনের শুরু। এক্ষেত্রে, আলোচ্য প্রবন্ধের নিরিখে আলোচনা করা যায় দু-প্রকারে। এক, উনিশ শতকের মেয়েদের তৈরি সভা, সমিতি ইত্যাদি। দুই, সমাজ-বহির্ভূত মন্দ মেয়েদের যোগদান করা সভা, সমিতি বা আলোচনা সভা। এক্ষেত্রে ভাষার ব্যবহার সূচিত – সভা হিসেবেই লিখিত ও আলোচিত হবে।